(ক) সকল ইউনিয়নের ওয়ার্ড/ইউনিট পর্যায়ে পরিবার কল্যাণ সহকারী(এফডবিস্নউএ)এর মাধ্যমে প্রতি বাড়ীতে এবং কমিউনিটি ক্লিনিক হতে জন্মনিয়নত্রন সামগ্রী বিতরণ এবং মা ও শিশু স্বাস্থ্যের প্রাথমিক সেবা প্রদান করা হয় । (খ) ইউনিয়ন পর্যায়ে H&FWC তে FWV গণ মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদান করেন। (গ) উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, পত্নীতলা, নওগাঁ এর এমসিএইচ ইউনিটে সপ্তাহে দুই দিন (সরকারী ছুটি ব্যাতিত) সোমবার ও বৃহষ্পতিবার স্বায়ী পদ্ধতি (পুরম্নষ ও মহিলা বন্ধাকরণ)এবং ইমপস্ন্যান্ট সেবা প্রদান করা হয় এবং প্রতিদিন মা ও শিশু স্বাস্থ্য ও সাধারণ রোগীদের সেবা প্রদান করা হয়। ১। মা ও শিশুস্বাস্থ্য সেবা প্রদান (বিনামূল্যে) ক)গর্ভবতী সেবা খ)গর্ভোত্তর সেবা গ)এম আর সেবা ঘ)নবজাতকের সেবা ঙ)৫-বছরের কম বয়সী শিশু সেবা চ)প্রজননতন্ত্রের/যৌনবাহিত রোগের সেবা ছ) ভিটামিন ‘‘এ’’ক্যাপসুল বিতরণ। ২। পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে) ক) পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান খ) খাবার বড়ি গ) জন্মনিরোধক ইনজেকশন ঘ) ইমপস্ন্যান্ট ঙ) আইইউড়ি/কপারটি চ) ভ্যাসেটমী/ টিউবেকটমী (স্বাস্থী পদ্ধতি) ছ) ইসিপি- সেবা জ) পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ/ ব্যবহার জনিত জটিলতায় সেবা প্রদান। ৩। সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত সেবা ক) কনড়ম প্রতি ডজন- ১(এক)টাকা ২০ (বিশ) পয়সা ৪। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহীতাকে সরকার নিম্ন লিখিত সুবিধা দিয়ে থাকে। ক) আইইউডি/কপারটি- এর ক্ষেত্রে ১৭৩/=(একশত তিয়াত্তর) টাকা। খ) ইমপস্ন্যান্ট এর ক্ষেত্রে ১৭৩/=(একশত তিয়াত্তর) টাকা । গ) স্বাস্থী পদ্ধতি (পুরুষ) এর ক্ষেত্রে ২৩০০/-(দুই হাজার তিনশত)টাকা ও একটি লঙ্গী। ঘ) স্বাস্থী পদ্ধতি (মহিলা) এর ক্ষেত্রে-২৩০০/-(দুই হাজার তিনশত)টাকা ও একটি শাড়ী। ৫। অন্যান্য সেবা (বিনামূল্যে) ক) ডেলিভারী সেবা খ) সাধারণ রোগী সেবা গ) বয়ঃসন্ধিকালীন সেবা ঘ) স্বাস্থ্য শিক্ষামূলক সেবা। ৬। জরুরী প্রয়োজনে যেকোন রোগীকে জেলা হাসপাতালে রেফার করা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস